বুধবার বেলা সাড়ে দশটার দিকে কুষ্টিয়ার মিরপুরের অধিভূক্ত হালসা ওয়াপদা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে । কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে হালসা ওয়াপদার নিকটবর্তী স্থানে একটি চলন্ত বাস নিয়ন্ত্রন হারিয়ে মাঠের মধ্যে পড়ে যায়। এতে কমপক্ষে ১জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে হালসা হাই স্কুলের সিনিয়র শিক্ষক মখলেছুর রহমানও আছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা চট্রগ্রামের জ-১১-০০-৪৪ যাত্রীবাহী বাসটি বেপোয়াভাবে চলতে থাকলে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের হালসা ওয়াপদার নিকটবর্তী স্থানে পৌঁছলে মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের মধ্যে উল্টে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে ।
স্থানীয় সুত্রে জানা যায়, আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা গেছে। নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে রবিউল ইসলাম (৫০)।
আহতদের মধ্যে খেজুরতলা গ্রামের সিজাম প্রামানিকের ছেলে ওয়াসিম রয়েছে।
Leave a Reply