নুরবক্ত আলী, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে দুইশ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, পাবলিক প্রসিকিউটর এসএস আব্রাহাম লিংকন, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নীলু ও রংপুর বিভাগ সমিতির সদস্য মাজহারুল ইসলাম মাজু।
এ দূর্যোগকালে কুড়িগ্রামে এসব সামগ্রী বিতরণ করায় ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply