কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর যাত্রাপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে খাদিমুল ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন ) সকাল ৭ টার দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে পড়ে তার মৃত্যু হয়।
শিশুটি কুড়িগ্রাম সদর যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানি পাড়া গ্রামের জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদ শিশুটির মা ছেলেকে খেলতে দিয়ে বাড়িতে কাজ করতে ছিলেন। শিশুটি খেলতে খেলতে নদীতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে নদীতে খুঁজতে থাকে। বাড়ি থেকে কিছু দুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে ।
কুড়িগ্রাম সদর যাত্রাপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply