ফিরোজ তালুকদার, কলাপাড়া:
কুয়াকাটা পৌর ছাত্রদল সভাপতি হানিফ গাজী ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক। পটুয়াখালী ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ মোর্শেদ শুভ (৩৮), হানিফ গাজী (৩৩) এবং মনিরুল ইসলাম মামুন (২৯) নামের তিন জনকে আটক করেছে। পটুয়াখালী গোয়েন্দা পুলিশের এসআই জাফরুল জানন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত নয়টা চল্লিশ মিনিটে পটুয়াখালী সদরের কলের পুকুর পাড় মৃধা ম্যানশনে অভিযান চালিয়ে মাদকসহ
এদের গ্রেফতার করা হয়। এসময় তাদের ক্যাছ থেকে সতের পিচ ইয়াবা, ১টি ফেন্সিডিলের বোলতসহ দুটি খালি ফেন্সিডিলের বোতল উদ্বার করা হয়েছে। আটককৃতদের মধ্যে হানিফ গাজী কুয়াকাটা পৌর ছাত্রদলের সভাপতি। আটকৃতদের বিরুব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৩০/১৭।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply