মমিনুল ইসলামঃ
মাদারগঞ্জ উপজেলা কড়ইচড়া ইউনিয়নে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দোকান ভাংচুর,মালামাল ও টাকা লুটপাটের অভিযোগ উঠছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার অত্র ইউনিয়নের মহিষবাথান পূর্বপাড়া গ্রামের আসাদুল্লার ছেলে সজীবের সাথে মেলান্দহ উপজেলা বন্ধুরৌহা গ্রামের ভুট্টোর ছেলে রুবেলের সাথে কেরাম বোর্ড খেলা নিয়ে কথা কাটাকাটি হয়।
উক্ত কথা কাটাকাটির জের ধরে গত শুক্রবার বিকাল ৫ ঘটিকায় সজীবের পিতা আসাদুল্লার মহিষবাথান বাজারে মুদি দোকানে ভুট্ট, ভুট্টুর ছেলে রুবেল, রাসেল ও ভুট্টোর বেওয়াই জুয়েল সহ অতর্কিত হামলা চালিয়ে আসাদুল্লাহকে মারধর করা সহ দোকান ভাঙচুর মালামাল ও টাকা লুট করে নিয়ে যায়।
উক্ত বিষয়ে আসাদুল্লাহ সংবাদের প্রতিবেদককে জানান, আমি দোকানে বেচাকেনা করার সময় ভুট্টু, ভুট্টুর ছেলে ও ওর বেওয়াই এসে আমাকে মারধর করে দোকান ভাঙচুর করে টাকা লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ফরিদ জানায়, আমি পাশের দোকানদার ওদের মারামারি দেখে দৌড়ে এসে ছাড়িয়ে দিতে গেলে ভুট্টু এবং ভুট্টুর ছেলে আমাকেও মারধর করে আমার পকেট থেকেও টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
স্থানীয় মেম্বার সুমন মিয়া জানান, আমি খবর পেয়ে এসে দেখি দোকান ভাঙচুর, দোকানের মালামাল এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। উক্ত বিষয়ে ভুট্রু এবং ভুট্রুর ছেলেদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে মহিষবাথান বাজার ব্যবসায়ীরা জানান, সন্ত্রাসী কায়দায় দোকান ভাঙচুর করা ভুট্টো ও ভুট্টোর ছেলেসহ জড়িতদের দেশের প্রচলিত আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা হোক।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply