এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপরেজলার ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের নের্তৃত্বে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে সড়কে গাড়ী থামিয়ে টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, গত ১৯মার্চ সোমবার সকাল ১০টা থেকে ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মতিয়ার রহমান, অফিস সহকারী আব্দুর রশিদ ও হিন্দু ধর্মীয় শিক্ষক কাত্তিক চন্দ্র দাসের নের্তৃতে বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে শতাধিক শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের সামনে কেশবপুর-ত্রিমোহিনী সড়কের উপর পথচারীদের গাড়ী থামিয়ে ২৬মার্চ স্বাধীনতা দিবস পালনের নামে টাকা আদায় করছে। এ সময় উপস্থিত শিক্ষক মতিয়ার রহমান সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন রেখে বলেন কোন নির্দেশনা না থাকলে কি এ সব করা যায়? বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রশিদ বলেন তাদের উপরের অনুমতি রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল বাসার বলেন সভাপতি আব্দুল গফুর এর উদ্বোধন করে আদায় করতে বলেছেন। সভাপতি আব্দুল গফুর বলেন, অনুষ্ঠান করতে গেলে টাকা পয়সা খরচের বিষয় আছে। সে জন্য সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে রাস্তা থেকে কিছু আদায় করবো বাকীটা আমরা দিবো। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে রাস্তায় টাকা আদায় করার কোন সুযোগ নেই। বিষয়টি জানার পর সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরও কেউ তা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply