বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:৩২ অপরাহ্ন

কেশবপুরের সাগরদাঁড়ী বিএফইউজের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩৯ Time View

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) ঃ
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে শুক্রবার বিকেলে সাগরদাঁড়ীর মধুমঞ্চ ভবনে অনুষ্ঠিত সভার শুরুতে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর বিএফইউজে’র সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চলনায় আলোচনায় বক্তব্য রাখেন সহসভাপতি মনতোষ বসু, শাহিদুল আলম, প্রদীপ ভট্টাচার্য শংকর, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, তপন চক্রবর্তী, কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বিএফইউজে’র সদস্য আয়াছুর রহমান, নয়ীম নওরোজ প্রমুখ। সভার প্রথমে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন সকল সাংবাদিক নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। সাংবাদিক নেতৃবৃন্দ সাগরদাঁড়ী পৌঁছানোর পর কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়