Amar Praner Bangladesh

কেশবপুরে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কেশবপুর শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা-সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কেশবপুর শাখা ব্যবস্থাপক মোঃ মজহার আলীর সভাপতিত্বে বুধবার ব্যাংক ভবনে

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ব্যাংকে সেকেন্ড অফিসার সাইদুল হোসেন প্রমুখ। এসময় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কেশবপুর শাখার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।