কেশবপুর (যশোর) প্রতিনিধি :
৩১ মার্চ রবিবার কেশবপুর উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সাঈদুর রহমান সাঈদ ৭ হাজার ৫৮ ভোট পেয়েছেন। বিজয়ী হতে না পারলেও ব্যক্তি সাঈদকে ভালোবেসে উপজেলাবাসি তাঁকে উক্ত ভোট প্রদান করেছেন। এব্যাপারে সাংবাদিক সাঈদ তাঁকে ৭ হাজার ৫৮ ভোট প্রদানকারী সচেতন ভোটার এবং তাঁর কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, সাংবাদিক হিসাবে তিনি যেমন উপজেলা বাসির পাশে ছিলেন, তেমানি আগামীতেও থাকবেন।
উল্লেখ্য কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সাঈদুর রহমান সাঈদ সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। তিনি সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস মুক্ত করতে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রেও তিনি অনন্য ভূমিকা রয়েছে। তাঁকে সকল সভা-সমাবেশে উপস্থিতির কারণে উপজেলা ব্যাপী তাঁর গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। উপজেলাবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply