আওরঙ্গজেব কামাল ঃ
খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি প্রেস ক্লাবের নির্বাচনের দিন ও সময় যত ঘনিয়ে আসছে জল্পনা কল্পনা আর উৎকন্ঠা ততই বাড়ছে। নির্বাচনে শীর্ষ পদ হলো সভাপতি। আর এই অভিভাবক পদটির দিকে চোখ সবার। ক্লাবের সদস্যসহ স্থানীয় নেতাবৃন্দ, স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষসহ সবার দৃষ্টি এই অভিভাবকের মুকুটের দিকে। এবার কপমিুনি প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দুইজন। প্রত্যেকের রয়েছে গ্রহণ যোগ্য ও ভিন্ন ভিন্ন কৌশল। ফলে শীর্ষ পদটিতে লড়াই হবে হাড্ডা হাড্ডি। নির্বাচনকে ঘিরে শীর্ষ পদের এই প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। প্রচারণায় প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি ঘুম ভাঙ্গার আগেই ভোটারের বা সদস্যদের বাড়ির দরজায় হাজির হচ্ছেন স্ব-শরীরে। নিজেকে উপস্থাপন আর বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চাইছেন কাঙ্খিত ভোট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই নির্বাচনী প্রচারণা। সরেজমিনে জানাযায় সভাপতি পদে প্রার্থীদের মধ্যে বারবার নির্বাহিত সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা হেদায়েত টুকু রয়েছেন এগিয়ে। হেদায়েত আলী টুকু বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক,এছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক খুলনা বার্তা পত্রিকার যুগ্ন-সম্পাদক,সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার কপিলমুনি প্রতিনিধি ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দিনপ্রতি দিন পত্রিকার কপিলমুনি প্রতিনিধি হিসাবে কাজ করেন। তিনি পাশপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছেন। পেশাদারিত্ব হিসেবে শক্ত অবস্থানে রয়েছে এই প্রার্থী দাবী অনেকের। নির্বাচনি প্রচরনায় রয়েছে, ক্লাবের উন্নয়নের পাশাপাশি অপসাংবাদিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সংবাদ প্রকাশে সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার শক্ত অবস্থান তৈরিা করা। পেশাদার সাংবাদিকের উন্নয়নে সর্বাতক সহযোগিতার পাশাপাশি সৃজনশীল ও পেশাদার সাংবাদিকদের সংগঠনে পরিনত করা। ডিজিটাল গবেষনা পদ্ধতি চালু করা, মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ব্যবস্থা, ক্লাবের স্থায়ী ভবন তৈরি ও ক্লাবকে আধুনিক প্রযুক্তিতে উন্নতকরন। এছাড়া ওয়েজবোর্ড প্রাপ্তির জন্য চেষ্ঠা অব্যহত রাখা। তার বিপক্ষে লড়ছেন বিএনপি নেতা খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার প্রতিনিধি সামসুল আলম পিন্টু । সাধারন সম্পাদক পদে লড়ছেন যুবলীগ নেত ও কপিলমুনি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক,সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের কপিলমুনি প্রতিনিধি মোঃ আঃ রাজ্জাক। তার সাথে লড়ছেন জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার কপিলমুনি প্রতিনিধি মিলন কুমার দাশ। অর্থ সম্পাদক পদে লড়ছেন জি এম মোস্তাক আহম্মেদ ও এ কে আজাদ। মোট ৯টি পদের মধ্যে ৬টি পদে বিনা প্রতিদদ্বীতায় নিবাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মুন্সী রেজাউল করিম মহব্বত,সহ-সম্পাদক প্রবির বিশ্বাস জয়,ক্রিয়া সাংকৃতিক সম্পাদক শফিউল আলম,দপ্তর জি এম হাসান ইমাম,সদস্য যথাক্রমে এস এম লুকমান হেকিম ও এস এম আঃ রহমান। আগামী ১৮ তারিখ সোমবার বিাকাল ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বাকি তিন পদে ২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনার হিসাবে থাকবেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার,সহ-কারী নির্বাচন কমিশন হিসাবে থাকবে কপিলমুনি স্কুলের প্রধান শিক্ষক হরে কৃষœ দাশ ও রহিমা আক্তার সম্পা। ভোটারদের প্রত্যাশা ঃ যোগ্য ব্যক্তিকে অভিভাবক করবেন। এছাড়া সহকর্মী বিপদ আপদে যাকে সব সময় পাশে পাবেন ও কাছে পাবেন এমন ব্যক্তিকেই অভিভাবক হিসেবে নির্বাচিত করবেন। অন্যদিকে সততা নিয়ে ক্লাবে উন্নয়ন কাজ করবে এমনটাই চাওয়া।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply