Amar Praner Bangladesh

কোটালীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা, ছাদ ভেঙ্গে পড়ে আহত ২ ভর্তি রুগী

আবুল কালাম মৃধা, কোটালীপাড়া :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা, ছাদ ভেঙ্গে পড়ে আহত হয়েছেন ২ ভর্তি রুগী। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উত্তরপাড়া গ্রামেরআ: লতিফ ঘরামীর ছেলে ভর্তি রুগী বক্তিয়ার ঘরামী (১৮) ও মামাত ভাইকে দেখতে আসা স্বজন ছোট দক্ষিনপাড় গ্রামের সিরাজ শাহ্ এর ছেলে সৌরভ শাহ্ (১৭) উপর গত ২২ আগষ্ট দিবাগত রাত ৮টায় ছাদের একাংশ ভেঙ্গে পড়লে দুজনই গুরুতর আহন হয়। আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষ দর্শি সৌরভ শাহ্ এর মামা কুশলা-কান্দি গ্রামের এমদাদুল শেখ ও কুশলা গ্রামের ভর্তি রুগী নাজমুল শেখ বলেন- এই হাসপাতাল ভবনটির অবস্থা খুবই খারাপ, যেভাবে ছাদ ভেঙ্গে পড়েছিল, তাতে ভেবেছিলাম পুরো ছাদটাই প্রায় ভেঙ্গে পড়বে।মাঝে মধ্যেই ছাদের এক এক অংশ ভেঙ্গে পড়ছে। হাসপাতালের বিছানায় শুয়ে অসংখ্য রুগি ও তাদের স্বজনেরা এই প্রতিবেদককে বলেন- এখানে ভর্তি হয়ে চিকিৎসা করাব কি? সারাক্ষন দূশ্চিন্তায় থাকি কখন কি হয়ে যায়। কখন ছাদ ভেঙ্গে মাথার উপর পড়ে। এ ব্যাপারে সরকারের খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়া দরকার।পাশে একটি নতুন বিল্ডিং থাকা সত্তেও রুগিদের এই জরাযীর্ন ভবনে রাখা হয়। বর্তমানে ভর্তি রুগিরা আতংকে রয়েছে। এ বিষয় জানতে চাইলে কোটালীপাড়া স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রেমানন্দ মন্ডল বলেন- আমি ঢাকায় মিটিং এ ছিলাম, এ ব্যাপারে কিছুই জানিনা।