কোটালীপাড়া প্রতিনিধি- আবুল কালাম মৃধা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছোট ভাইয়ের লাঠি পেটায় বড় ভাই খুন হয়েছে। জানাযায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম হাজরা বাড়ী গ্রামের মৃত জগ্যেশ্বর বাইনের ছেলে গোবিন্দ বাইন (৬০) সাথে ছোট ভাই আনন্দ বাইন (৫৫) এর গত ২৫ এপ্রিল দিবাগত রাত ৯টায় ধান মাড়াইকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। তাতে গোবিন্দ বাইন সহ উভয় পক্ষের ৭ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২৬ এপ্রিল সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ৪ সন্তানের জনক গোবিন্দ বাইন মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply