কোটালীপাড়া প্রতিনিধি-ঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় নদী থেকে ৪ ঘন্টাপর এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। জানা যায়, মাদারীপুর উপজেলার সূচিয়ার ভাঙ্গা গ্রামের মৃত সুরাত বেপারীর ছেলে দেলায়ার বেপারী (৫০) গত ১২ মার্চ সকাল ১০ টায় স্থানীয় শাতাধিক লোকজনের সাথে ট্রলার যোগে পিরোজপুরের ছারছীনায় ওয়াজ মাহফিলে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে কোটালীপাড়ার পিড়ারবাড়ী সুইচগেট সংলগ্ন নদীতে স্ট্রোক করে পড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গারহাট নৌ-তদন্ত ফাড়ীর এ এস আই রুহুল আমিন, এ এস আই মহিদুল ইসলামের নেতৃত্বে কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা, খুলনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিদল অনেক খোজা-খুজির ৪ ঘন্টা পরে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ভাঙ্গারহাট নৌ-তদন্ত ফাড়ীর এ এস আই রুহুল আমিন বলেন- এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের হয়নি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply