কোটা ভিত্তিক চাকুরী নয়,
যোগ্যতারি কোটায় চাকুরী চাই।
জাকির হোসেনঃ বাংলাদেশ সরকার শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার হার বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে এবং তা অধিকাংশই বাস্তবায়ন হয়েছে। জনবহুল এই দেশে শিক্ষার হার দিন দিন বেড়েই চলছে কিন্তু সেই অনুপাতে বাড়ছেনা কর্ম সংস্থান। কর্মসংস্থানের অভাবে বেকার সমস্যা বেড়েই চলেছে। দেশের মেধাবী শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী পাচ্ছেনা সরকারী ভালো কোন চাকরী। সরকারী চাকরী কোটা ভিত্তিক হওয়ায় মেধাবী শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা মাত্র ৪৪ শতাংশ সুবিধা ভোগ করতে পারছে বাকি ৫৬ শতাংশ কোটা ভোগ করছে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি, জেলা ভিত্তিক ও নারীরা।
কোটার বর্তমান চিত্রঃ বাংলাদেশের মোট জনসংখ্যা ১৫,২৫,১৮,১৫০ জন
এদের মধ্যে
মুক্তিযোদ্ধা ২,০০,০০০ জন = কোটা ৩০%
প্রতিবন্ধী ২০,১৬,০০০ জন = কোটা ১%
উপজাতী ১৫,৮৬,০০০ জন = কোটা ৫%
নারী ——————– = কোটা ১০%
জেলা ——————- = কোটা ১০%
মোট কোটা সংখ্যা ৫৬%
তাহলে দেখা যায় ৯৭.৩৭ শতাংশ মানুষের জন্য ৪৪ শতাংশ কোটা বরাদ্দ হয়েছে। আর মাত্র ২.৬৩ শতাংশ মানুষের জন্য বরাদ্দকৃত কোটার সংখ্যা ৫৬ শতাংশ। তাই শিক্ষার্থীরা মেধাবি হয়েও সরকারী চাকরীর জন্য ঘুড়তে হচ্ছে দ্বারে দ্বারে। টাকা ছাড়া মিলছে না সোনার হরিণ নামক এই সরকারী চাকরী। কোটার চাপে টাকা দিয়েও মিলছেনা সরকারী চাকরী। তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরাও ৫ দফা দাবিতে রাজপথে আন্দলন করছে।
১। ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা।
২। কোটার যোগ্যতায় চাকরী না পেলে শূণ্য পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া
৩। বিশেষ কোন নিয়োগ পরিক্ষা বাতিল করা
৪। সকলের জন্য চাকরীর অভিন্ন বয়স সীমা নির্ধারন করা
৫। চাকরীর নিয়োগ পরিক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুবিধা না দেওয়া
উপরোক্ত ৫ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করায় সংসদে মাননীয় সরকারের কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী আন্দোলনকারীদের উদ্দেশ্য করে যারা আন্দোলন করছে তারা রাজাকারের বাচ্চা বলায় শিক্ষার্থীদের আন্দোলন আরো কঠোর রুপে পরিনত হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকাসহ দেশের বিভিন্ন রাজপথ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাতে দুর পাল্লার যাত্রীবাহী বাস সহ অন্যান্য পন্যবাহী যানবাহন চালাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পরেছে অশংখ্য যাত্রীরা, জনসাধারনের ভোগান্তীর শেষ নেই। তাই সাধারন মানুষের দাবী সরকারের উচিৎ এ সমস্যার দ্রুত সমাধান করা।
Leave a Reply