Amar Praner Bangladesh

কোন মানুষ যেন ভূমি সেবা পেতে ভোগান্তির শিকার না হয় : ফাতিমা তুজ জোহরা

 

 

মীর আবুবকরঃ

 

সাতক্ষীরা সদর ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে দুর্নীতি মুক্ত ভূমি কার্যক্রম বিষয়ক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা ডিজিটাল কর্নারে বেলা ১১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা তুজ জোহরার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা দুদুকের সম্বনিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন, মোঃ সাখাওয়াত হোসেন, উপ-সহকারী মোঃ ওহিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ সাধাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুর্শিদা আক্তার, মরিয়ম মান্নান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ক্যাপ্টেন এশা আলী, অধ্যক্ষ রেজাউল করিম, এড সেলী, সাতক্ষীরা পৌর ভূমি সরকারি কর্মকর্তা কামরুল ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা মারুফ হোসেন মিলন চক্রবর্তী আব্দুল্লাহ আলাউদ্দিন তপন সরকার বেলায়েত হোসেন সার্ভেয়ার বরকত উল্লাহ। সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আপনাদের কাজ করতে হবে।

কোন মানুষ যেন ভূমি সেবা পেতে ভোগান্তির শিকার না হয়। সকল ভূমি কর্মকর্তাদের মানুষের দুর্ভোগ লাগবে কাজ করতে হবে। ভূমি অফিসে কোনভাবে দালালদের অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। ভূমি কর্মকর্তাদের সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রধান দায়িত্ব। আপনাদের উদ্বতন কর্তৃপক্ষ আদেশ মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, সর্ব অবস্থায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নির অহংকারী। সেই মহান নেতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে গড়ে তোলার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য ও সদর উপজেলা ভূমি কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাকিবুর রহমান।