এস.এম নূরঃ
রূপসী রূপসায় কোভিড-১৯ মোকাবেলায় সামনের সারির যোদ্ধা হিসেবে দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, পুলিশ, সংবাদকর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ‘তোমাদের আলোয় আলোকিত হোক, আমাদের প্রিয় বাংলাদেশ!’ স্লোগানকে সামনে রেখে ১৮ মে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ইলাইপুরস্থ অনুশীলন মজার স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে যে সকল ডাক্তার, পুলিশ এবং সাংবাদিক মৃত্যুবরনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক অলোক চন্দ্র দাসের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন। বক্তৃতা করেন অন্যানের মধ্যে মেডিকেল অফিসার আয়শা আক্তার নিপা, খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংকের নির্বাহী পরিচালক সালেহ্ উদ্দীন সবুজ, উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান ও সাংবাদিক সহ আরো অনেকে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply