Amar Praner Bangladesh

ক্যাপ্টেন মাশরাফি সম্পূর্ণ সুস্থ

আচমকা অসুস্থ হয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। প্রিয় ক্যাপ্টেনের আকস্মিক অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েছিল দেশের ক্রিকেটাঙ্গন। কিন্তু ভালো খবর হলো, ম্যাশের অসুস্থতা গুরুতর কিছু নয়। তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। খুব শীঘ্রই তিনি অনুশীলনে ফিরবেন বলে জানা গেছে।

গত ৫ আগস্ট শনিবার সকালে কফের সঙ্গে রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান মাশরাফি। চিকিৎসকরা ম্যাশের কিছু পরীক্ষা-নীরিক্ষা করান সেখানে। তার ফুসফুসের পরীক্ষায় খারাপ কিছু পাওয়া না যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়নি মাশরাফিকে। বাদবাকী পরীক্ষাতেও খারাপ কিছু ধরা পড়েনি। সতর্ক থাকতেই হাসপাতালে গিয়েছিলেন মাশরাফি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত টিম টাইগার।

সেখানে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচও আছে। তবে টেস্ট না খেলায় দলের সঙ্গে যাননি মাশরাফি। তিনি ঢাকাতেই অনুশীলন চালিয়ে যাবেন। আগামী ১২ আগস্ট টাইগার বাহিনীর ঢাকায় ফেরার কথা রয়েছে।