Amar Praner Bangladesh

ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বাফুফের চাহিদা ৪৫০ কোটি টাকা

 

আব্দুল খালেক সুমন :

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রায়ই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে নানা পরিকল্পনা-প্রস্তাবনা দেয়। এবারের প্রস্তাবনা বেশ বড় অঙ্কের। ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে তাদের চাহিদা ৪৫০ কোটি টাকা। বাফুফের এই চাহিদাকে গুরুত্ব দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রাথমিক সভা করেছে।

গত (বৃহস্পতিবার) জাতীয় ক্রীড়া পরিষদে এ নিয়ে একটি কর্মশালাও হয়েছে। সেখানে সাবেক ফুটবলার, ফুটবল সংশ্লিষ্টরা অংশ নেন। পাঁচটি বিষয়ের উপর পাঁচ গ্রুপ এতে অংশ নেন। গ্রুপে ছিলেন ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরাই। গ্রুপ স্টাডির পর সেটি আবার পয়েন্ট আকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সামনে তুলে ধরেন। এই কর্মশালায় বক্তব্য রেখেছেন বাফুফের তিন নির্বাহী সদস্য সত্যজিৎ দাশ রুপু, বিজন বড়ুয়া ও নুরুল ইসলাম নুরু। আরো কয়েকজন সদস্য এই কর্মশালায় থাকলেও সিনিয়র সহ-সভাপতি এবং চার সহ-সভাপতির মধ্যে কেউ ছিলেন না।