আন্তর্জাতিক ডেস্কঃ
ক্ষেপণাস্ত্র ছুড়ে ফের নিজেদের ক্ষমতার জানান দিল উত্তর কোরিয়া। বুধবার (২৫ মে) স্থানীয় সময় সকালে সমুদ্র অভিমুখে তিনটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। এমনটাই জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের দফতর বিবৃতির মাধ্যমে বলেছে, এদিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নিজেদের পূর্ব উপকূল বরাবর একে একে অন্তত তিনটি মিসাইল নিক্ষেপ করেছে উ. কোরিয়া।
একই সময়ে পূর্ব এশিয়ার দেশ জাপানের প্রধানমন্ত্রীর দফতর এক ঘোষণায় বলেছে, উত্তর কোরিয়া থেকে ‘একটি’ ব্যালিস্টিক মিসাইল নিক্ষিপ্ত হয়ে থাকতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর দিয়েছে।
উল্লেখ্য, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে অবশ্য বিষয়টি সম্পর্কে এখনো কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি। উত্তর কোরিয়া অবশ্য খুব কম সময়ই নিজেদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষার খবর তাৎক্ষণিকভাবে প্রচার করে।