মেহেদি হাসান নয়ন, বাগেরহাট :
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা খুচরা সার ও বালাইনাশক বিক্রেতার দোকানে ৪ সেপ্টেম্বর ২০২২(রবিবার) দুপুরে উপজেলার পালেরহাট বাজার ও গাবখালী বাজার সহ বিভিন্ন বাজারে বাধ্যতামূলক ভাবে সরকার নির্ধারিত মূল্যে ক্যাশমেমোর মাধ্যমে রাসায়নিক সার বিক্রয়ের জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানিয়েছেন ফকিরহাট উপজেলার কৃষি অফিসার নাছরুল মিল্লাত তিনি আরো বলেন,মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক জব্দপূর্বক বেশ কিছু কৃষকের উপস্থিতিতে নীতিমালা অনুযায়ী ধ্বংস করা হয়।উপজেলার চাষীর নিকট সার ডিলার-দোকানদারা বিক্রি করে কিনা, বিক্রয় রেজিষ্টারের মোবাইল নং অনুযায়ী মোবাইলে যাচাইও করা হয়েছে এবাং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কৃষি অফিসার ও তার ভ্রাম্যমান টিমের এমন পদক্ষেপ গ্রহণ করাতে উপকৃত হচ্ছে উপজেলার সাধারণ কৃষক-কৃষাণীরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply