বাবলু রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া :
কুষ্টিয়ার পোড়াদহে রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্্রপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার হওয়ার পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার হওয়ার পর ৯টা ২০ মিনিটে পোড়াদহ স্টেশনে আটকে থাকা সুন্দরবন এক্্রপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে সকালে উদ্ধার কাজ শেষ হলে পোড়াদহ স্টেশনে আটকে থাকা সুন্দরবন এক্্রপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্্রপ্রেস ট্রেন পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে হঠাৎ করে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply