নিজস্ব প্রতিনিধিঃ
রোববার (১৭ জুলাই) সাত নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান গনি বলেন, ভোরে ভাটার সময় বেড়িবাঁধ ভেঙেছে। ওয়াবদায় বেড়ি বাঁধের কাজ চলছিল। হঠাৎ করে নদী ভাঙনে বেড়িবাঁধ ভেঙে গেছে। জোয়ারের সময় যেভাবে পানি ডুকবে তাতে বেদকাশি ইউনিয়নের ১৪ গ্রাম তলিয়ে যাবে। ১৪ গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে। ভাঙন দেখা দেওয়ায় এসব মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। দ্রুত বেড়িবাঁধ মেরামতের দাবি জানিয়েছেন তারা।
খুলনা সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ নদী ভাঙনের কবলে পড়েছে।
রোববার (১৭ জুলাই) ভোরে ভাটার সময় চরামুখা খালের গোড়ার উত্তর পার্শ্ব এলাকায় কপোতাক্ষ নদে হঠাৎ করে ভয়াবহ ভাঙনে প্রায় তিনশ হাত নির্মাণাধীন বেড়িবাঁধ নদীগর্ভে বিলিন হয়ে যায়।
দুপুরে কপোতাক্ষের জোয়ারের লবণাক্ত পানি ঢুকে পড়ে। এতে ঘর-বাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।