নাজিম সরদার, খুলনা জেলাঃ
বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয় ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার) ৩০মে খুলনা জিমনেসিয়াম হলে “মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
খুলনা জেলা পুলিশ কর্তৃক অয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, খুলনা জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব এসএম মোর্ত্তোজা রশিদী দারা, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক জনাব মুসুদুর রহমান মল্লিক এবং খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।