Amar Praner Bangladesh

খুলনা জেলা পরিষদের সীমানা পুনঃনির্ধারণে শুভেচ্ছা ও অভিনন্দন

 

 

মোল্লা জাহাঙ্গীর আলম, রুপসা প্রতিনিধি :

 

খুলনা জেলা পরিষদের সীমানা পুনঃনির্ধারনে খুলনা-৪ সংসদীয় এলাকার মাননীয় সংসদ সদস্যের যুগ উপযোগী ভূমিকা প্রশংসনীয় স্হানীয় সরকার মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা পরিষদের ৯টি উপজেলায় ৯টি ওয়ার্ড জনসংখ্যার ভিত্তিতে নেওয়ার সিদ্ধান্ত বর্তমানে বহাল আছে।

এটা নিশ্চিত করেছেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি জনাব আব্দুস সালাম মূর্শেদী ও স্থানীয় সরকার,

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী।

পূর্বের সিদ্ধান্তটি ছিলো খুলনা জেলা প্রশাসনের, যা উপজেলা সমূহের নিরবিচ্ছিন্নতাকে ব্যাহত করছিলো।

বর্তমান সিদ্ধান্তটি প্রতিটি উপজেলার স্বাতন্ত্র রক্ষায় যে চমৎকার দৃষ্টান্ত স্থাপন হয়েছে সেটি নিয়ে কিছু মহল যে ধুম্রজাল সৃষ্টির চেস্টা করছে তা অত্যান্ত দুঃখজনক। বিভ্রান্ত সৃষ্টিকারীদের শুভ বুদ্ধির উদয় হোক।

সীমানা নির্ধারনে বর্তমান সিদ্ধান্তটি বাস্তবায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা
ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এবং খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীকে ধন্যবাদ ও অভিনন্দন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।