Amar Praner Bangladesh

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

 

মোঃ রফিকুল ইসলাম :

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ২৩-২৯ জুলাই,জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সফলভাবে বাস্তবায়নের ধারাবাহিকতায় শনিবার খুলনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা জেলার মৎস্য বিভাগীয় কার্যক্রম ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর কর্মসুচী পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা মৎস‍্য কর্মকর্তা জয়দেব পাল,

জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃ সাদিকুর রহমান খান,অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা,অরুণ কান্তি মন্ডল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,

কাজী জাহাঙ্গীর হোসেন,জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই,খুলনা, এস হুমায়ুন কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিএফএফইএ,খুলনা অঞ্চল,খুলনা।

খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুন রেজা,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ,মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, সুধীজন।