বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু শেরপুরে মুরগির খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসান খামারিদের নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মেসির হ্যাটট্রিকে গোলের সেঞ্চুরি, আর্জেন্টিনার বিশাল জয় নূরে আলম সিদ্দিকী আর নেই ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার শর্তে রফিকুলের জামিন দ্রব্যমূল্য বেড়েছে, তারপরও আমরা ভালো আছি: কাদের মামলা থাকায় প্রথম আলোর সাংবাদিককে আটক: স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি মেরাজ উদ্দিন

খুলনা ডুমুরিয়া ভুয়া চিকিৎসক বিশ্বজিৎ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২ Time View

 

 

নাজিম সরদার, খুলনা :

 

খুলনার ডুমুরিয়া উপজেলায় বিশ্বজিৎ বিশ্বাস (৫২) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৫ সেপ্টেম্বর) উপজেলার চেচুড়ি বাজারে ‌‘রানা হোমিও ক্লিনিকে’ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে চেচুড়ি বাজারের ‘রানা হোমিও ক্লিনিক’ পরিচালনা করে আসছিলেন বিশ্বজিৎ। বিভিন্ন সময়ে রোগীদের ভুল চিকিৎসক দিতেন। ক্যান্সার, নারী ও শিশুরোগসহ সব রোগের চিকিৎসা দিতেন তিনি। এমনকি রোগীর হাতের রেখা দেখে ও বাটি চালানের মাধ্যমেও নানা রকম ওষুধ দিতেন। প্রতারণার মাধ্যমে নিরীহ রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি র‍্যাব-৬ এর নজরে আসে। এরপর র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

গত সোমবার দুপুর ২টার দিকে চেচুড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন প্রকার চিকিৎসা সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মামলা দিয়ে বিশ্বজিৎকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৬ এর পরিচালক।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়