শাহিন মামুন :
সোনার বাংলার সোনার ছেলে
খোকা ছিলো তার ডাক নাম,
বড় হয়ে হলেন তিনি, স্বাধীন বাংলার
খোকা থেকে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দু’চোখেতে ছিলো তার সদা পূর্ব বাংলার স্বাধীনতার স্বপ্ন
আর হৃদয়েতে গভীর দেশপ্রেম।
৭ই মার্চ ১৯৭১ সাল, কবি করলেন ঘোষণা
পূর্ব বাংলা তথা বাংলাদেশ নামক রাষ্ট্রের
স্বাধীনতা নামের এক অমর কাব্যের।
নির্ভীক কবি গেয়ে গেলেন তার বজ্র কন্ঠে
স্বাধীনতার অমর কবিতা নির্ভীক-নিঃসংকোচে…
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”
“এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা”।
কবির সেই অমর কবিতা শুনে
দি[ল প্রাণ হাসিমুখে পূর্ব বাংলা মায়ের
নাম না জানা কতো যে বীর সন্তান।
নয়মাস যুদ্ধ শেষে অতপর আমরা পূর্ব বাংলার
পরাধীন বাঙালি জাতি পেলাম স্বাধীনতার সম্মান।
পেলাম একটি স্বাধীন দেশ বাংলাদেশ
সাথে লাল-সবুজের একটি স্বাধীন পতাকা।
ষোল কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকুক
স্বাধীনতার স্বপ্ন পুরুষের নাম।
যতোদিন রবে স্বাধীন বাংলাদেশের বুকে
পদ্মা-মেঘনা,যমুনা-গৌরী নদী বহমান
ততোদিন রবে কীর্তি তোমার
হে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply