এস এম রাজ্জাক পিন্টু, ঝালকাঠি : ঝালকাঠিতে গত দুই দিনে(শুক্র ও শনিবার) ডিবি পুলিশ শহরের এলজিইডি’র সামনে থেকে আধা কেজি গাজাসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো আব্বাস(৪২) পিতা মৃত. হামেদ হাং সাং-ঢাপর নলছিটি, বেল্লাল সিকদার(৩২) পিতা-মোবারক আলী সিকদার, সাইফুল(৩২) পিতা- নুরূল ইসলাম ও মিলটন(৩২) পিতা-রাজ্জাক তাং সর্ব সাং-কৃষ্ণকাঠি থানা ও জেলা ঝালকাঠি। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে এবং সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরন করেছে বলে জানিয়েছেন ডিবি’র ওসি মোঃ কামরুজ্জামান মিয়া। তিনি আরো জানান, একই দিন ফোরকান ও নিপু নামের অপর দুই জনকে এক পুড়িয়া গাজাসহ আটক করে ভ্রাম্যমান আদালত তাদের ছয় মাসের কারাদন্ড প্রদান করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply