মোঃ আরিফ রব্বানী ঃ
ময়মনসিংহের গফরগাঁও থানার আইন শৃংখলার উন্নয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, ছিনতাই, মাদক সহ সকল ধরণের অপরাধ কার্যক্রমকে কঠোর হস্তে দমনে কৌশলী অভিযানের মাধ্যমে বিপুল সংখ্যক অপরাধীদের গ্রেফতার করে গফরগাঁও এলাকার সাধারণ মানুষের মাঝে স্বল্প সময়েই আলোচনার মুখপাত্র হয়ে উঠেছেন- গফরগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ সাহসী পুলিশ কর্মকর্তা ওসি আব্দুল আহাদ খাঁন। ইতি মধ্যেই তার এই গ্রেফতার অভিযানে গফরগাঁও থানা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, হত্যা মামলার আসামীসহ অপরাধীদের মাঝে আতংক হিসেবে বিরাজ করায় স্থানীয় দাগী অপরাধীরা গাঁ-ঢাকা দিতে শুরু করেছে। মাদক ও ছিনতাইকারীদের নির্মূলে তিনি অবিরাম ভাবে অভিযান চালিয়ে যাওয়ায় গফরগাঁওবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। সূত্র জানায়- ইতি পূর্বে গফরগাঁও থানা এলাকার রসূলপুর সহ উল্লেখযোগ্য কয়েকটি স্পটে ডাকাতের মহড়ার কারণে সাধারণ মানুষ পথ চলতে আতংকে থাকতে হত। তবে ওসি আব্দুল আহাদ খাঁন এই থানায় গত ২১/১১/২০১৭ইং তারিখে যোগদানের পর থেকে তার কৌশলী ও দিন-রাত টহলের ফলে এসব স্থানগুলোতে নিরাপত্তা জোরদার হওয়ায় স্থানীয় এবং পথচারী মানুষের মাঝে তিনি অল্প কয়েকদিনেই ব্যাপক প্রশংসার দাবীদার হয়ে উঠেছেন। গফরগাঁওয়ের স্থানীয় আমজনতার ভাষ্য মতে- যোগদানের পর থেকে বর্তমান সময় পর্যন্ত মাত্র ২৯ দিনের ব্যবধানে ওসি আব্দুল আহাদ খাঁন যেভাবে কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করে আইন শৃংখলা রক্ষার মাধ্যমে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে গফরগাঁওয়ের মত একটি ক্রাইমজোন এলাকাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ, ছিনতাই, মাদকসহ শীর্ষ অপরাধ দমনে সাহসী ভূমিকা রেখে এগিয়ে যাচ্ছেন- তাতে আগামীদিনে তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অপরাধমুক্ত দেশ গড়ার সরকারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার কর্ম দক্ষতা ব্যাপক ভূমিকা রাখবে বলে স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অভিমত। ওসি আব্দুল আহাদ খাঁন গফরগাঁও থানা এলাকার অপরাধ নির্মূলে বিভিন্ন ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি ইতি পূর্বে বাংলাদেশ রেলওয়ে পুলিশের ময়মনসিংহে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত থেকে তার সফল দায়িত্বের মাধ্যমে রেলওয়ের আইন শৃংখলাকে উন্নয়নের মাধ্যমে সাধারণ যাত্রী ও রেলওয়ে আওতাভুক্ত এলাকাগুলোকে অপরাধমুক্ত রাখতে অগ্রনী ভূমিকা রাখেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply