গাজী মামুন:
মাদার অফ হিউম্যানিটি,বিশ্ব নন্দিত জননেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনা’র” উপহার সামগ্রী ৩৯ নং ওয়ার্ড বাসির নিকট বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশন এর স্থানী ওয়ার্ড কাউন্সিলর “জনাব শাহীনুল আলম মৃধা এম.এ সোমবার ১৮ মে বৈশ্বিক মহামারি ও প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে প্রাদুর্ভাব রোধে ৩৯ নং ওয়ার্ডে টানা লকডাউনে সর্বস্তরের গরীব অসহায় ও কর্মগীন মানুষের মাঝে দিনব্যাপী প্রধানমন্ত্রীর এই সকল উপহার সামগ্রী বিতরন করা হয়।
জনাব শহীনুল আলম মৃধা বলেন যারা আজ উপহার সামগ্রী পাচ্ছেন এবং পূর্বের সিটি করপোরেশনের ত্রান সামগ্রী পেয়েছেন আর যারা এখনও পাচ্ছেন না পর্যায়ক্রমে সকল অসহায় ও দুস্থ লোকদের হাতে ত্রান সামগ্রী পৌছানো হবে।
আমি এবং আমার উপর মহলের নেতা নেতৃ বৃন্দ যারা আছেন তাদের সাথে আলোচনা করে সে ব্যাবস্থা আমি করবো, বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী যতদিন আছেন, ততদিন একটি লোকও অভাব অনটনে না খেয়ে থাকবেন না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অসহায় দরিদ্র মানুষের মাঝে ২৫০০/- টাকা বিকাশের মাধ্যমে আমার ৩৯ ওয়ার্ডে ১০০০ পরিবার এই টাকা পাবে।
এসময়ে কাউন্সিলর শাহিনুল আলম মৃধা বিশেষ করে তার ওয়ার্ডের সকল লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য আহ্বান করেন,তারা যাতে ঝরুরী কোন কাজ ছারা বাহিরে না যান,সকলকেই আরও সতর্ক থাকতে হবে কারন করোনা ভাইরাসের কারনে আজ জনজীবন প্রায় অচল হয়ে পরেছে,থেমে যাচ্ছে অর্থ নীতির চাকা আর তাই সতর্ক একমাত্র উপায় যেহেতু এর ব্যাকসিন এখনো তৈরী হয়নি, উপহার সামগ্রী বিতরন সময় আরও উপস্থিত ছিলেন, মোসাম্মদ শিরিন আক্তার সংরক্ষিত নারী কাউন্সিলর ৩৭/৩৮/৩৯ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, শামীম মৃধা উপ রেজিস্ট্রার জাতীয় বিশ্ব বিদ্যালয় ,সাবেক সেচ্ছাসেবকীগ এর পুবাইল ইউনিয়নের আহবায়ক বশির আহম্মেদ,পুবাইল থানা আওয়ামী সেচ্ছাসেবকীগেএর সভাপতি পদপ্রার্থী রাকিবুল হাসান,গ্রাম আওয়ামীলীগ এর সাংগঠনিক সভাপতি ইদ্রিস আলী শীতল, মোসারফ হোসেন, আনোয়ার ব্যাপারী,সাইদুল ইসলাম সুজন এছারাও আওয়ামী লীগের অন্যান্য নেতানেতৃী বৃন্দ।
সবশেষে কাউন্সিলর শাহিনুল আলম মৃধা তিনি তার এবং তার পরিবারের সদস্যদের প্রতি দোয়া চেয়েছেন ৩৯নং বাসির কাছে,তিনি যেন সুস্থ থেকে জনগনের কল্যানে কাজ করতে পারে এবং সবাইকে অগ্রিম ইদের শুভেচ্ছা জানিয়েছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply