গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন জাতীয় বাজেটের শিক্ষা খাতে ২৫% বরাদ্দের দাবিতে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস, সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বন্ধন কুমার বর্মন, কলি রাণী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।
বক্তারা, আসন্ন জাতীয় বাজেটের শিক্ষা খাতে ২৫% বরাদ্দ, করোনাকালীন সময়ে মেস ভাড়া মওকুফ, ডাক্তার-নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সহ স্বাস্থ্যসম্মত পিপিই সরবরাহেরও দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ ও শিক্ষা মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply