রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাথী বেগম (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের বড় জামালপুরের তালেবের চাতাল নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। এসময় তার দুই সন্তান আহত হয়।
নিহত সাথী বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে রমজান আলী তার স্ত্রী-সন্তান নিয়ে সাহার বাজার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ তালেবের চাতাল সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আটোভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থাকা সাথী বেগম ও দুই সন্তান নিয়ে ছিটকে পড়ে যায়।
এসময় অপর একটি ইটভাঙ্গা মেশিনের ধাক্কায় গুরুতর আহত হয় সাথী বেগম। পরে সাথী বেগম ও দুই সন্তানকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে সাথী বেগম মারা যায়। তার দুই সন্তান আহত অবস্থায় রয়েছে। তবে রমজান আলীর কোন শারীরিক ক্ষতি হয়নি।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply