রাকিবুল ইসলাম, গাইবান্ধা থেকে:
গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শনিবার সকালে গাইবান্ধা সদরের তুলসীঘাটের বুড়িরঘর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল পৌনে ১১ টার দিকে গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী পিকআপ ভ্যান সদর উপজেলার তুলসীঘাটের বুড়িরঘর নামক স্থানে পৌঁছিলে বিপরীতমুখী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
এ সময় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং নারী-শিশুসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় নারী ও শিশুসহ ছয়জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হাসপাতালের জরুরী মেডিকেল অফিসার সুমন প্রামাণিক বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। তাদের রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজিবুর রহমান জানান, আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপের চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply