গাজা উপত্যকায় হামাস নিয়ন্ত্রিত এলাকায় মঙ্গলবার রাতে ইসরাইলের বিমান হামলায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরাইলের দক্ষিণাঞ্চলে একটি রকেট হামলার কয়েক ঘণ্টা পর এ পাল্টা হামলা চালানো হয়। ফিলিস্তিনি নিরাপত্তা ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
নিরাপত্তা সূত্র জানায়, ইসরাইলি যুদ্ধবিমান গাজার উত্তরাঞ্চলে হামাসের সামরিক শাখার দু’টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে ঘাঁটি দু’টির ব্যাপক ক্ষতি হয়।
গাজা সিটির শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, এ হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে মাথায় আঘাত পাওয়া ২৬ বছর বয়সী ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
ইসরাইলি সেনাবাহিনী এ হামলার খবর নিশ্চিত করে বলেছে, গাজা থেকে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর পাল্টা এ হামলা চালানো হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply