আরিফ শেখঃ
গাজীপুরে গাছা থানাধীন ইছর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুই মহিলাকে মারধর ও বসতবাড়িতে হামলা চালিয়ে গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে গাছা থানার ইছর এলাকায় নুরুল ইসলামের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলামের বসতবাড়িতে শামীমুল ইসলামের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ১৫ থেকে ২০ জন লোক। এ সময় নুরুল ইসলামের স্ত্রী ও মেয়ে বাঁধা প্রদান করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। তার মেয়ের গলার স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে জিএমপি গাছা থানায় অভিযোগ দায়ের করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply