মো: মনির হোসেন, গাজীপুর : প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচীর অংশ হিসেবে রোটারী ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে গাজীপুর – কাপাসিয়া সড়কের সানকাটা এলাকায় সড়কের পাশে বৃক্ষ রোপন করা হয়ছে। শুক্রবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমানুন কবীর প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপন করেন এবং সুকুন্দি বিলে মাছের পোনা অবমুক্ত করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব ভাওয়াল সামাজিক বনায়নের উদ্যোগ গ্রহণ করে। প্রকৃতি সংরক্ষণ ও বনায়নে উদ্বুদ্ধ করতে রাস্তার দু’পাশ সবুজায়ন করতে ১১ আগষ্ট দুই শ চারাগাছ রোপন করেন। পরে জেলা প্রশাসক স্থানিয় সুকুন্দি বিলের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর রোটারী ক্লাব অব ভাওয়ালের সভাপতি আজহারুল ইসলাম পলাশ, সাধারন সম্পাদক মো: মাসুদ আলম ভাঙ্গী, ডা: রজত কুমার পাল, ইমতিয়াজ সাজু, মো: জাকির হোসেন সরকার, গোলাম মোস্তফা, মোসলেহ উদ্দিন, ইকরামুল করিম, আলী আজগর রতন ও রাশেদুল ইসলাম প্রমূখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply