মোঃ আরিফ শেখঃ
গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডের শিমুলতলীর স্বপ্ননীড় আবাসিক এলাকায় আদর্শ ভবন নামে একটি ভবন তৈরির কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে একই এলাকার মোফাজ্জল হোসেন বাবু ওরফে (চাকমা বাবু) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ বিষয়ে ভবন মালিক মোশাররফ হোসেন সরকার জানান, তারা ৩২ জন সাবেক সেনা সদস্য ও সরকারি কর্মকর্তাদের নিয়ে আদর্শ ভবন নামে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেছে। কিন্তু গত এক সপ্তাহ আগে ভবন তৈরির দায়িত্ব থাকা ফোর ম্যান কফিল উদ্দিনের কাছে চাঁদা দাবী করে স্থানীয় চাকমা বাবু নামে ওই ব্যক্তি।
পরে এ বিষয়টি ভবনের অন্যান্য মালিকদের অবগত করলে দায়িত্বে থাকা ফোর ম্যান কে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পর থেকে নতুন করে যারা ভবনের কাজ করছে তাদেরকেও হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে চাকমা বাবু। জানা যায়,এই চাকমা বাবুর বিরুদ্ধে ইতিপূর্বে মাদক,চাঁদাবাজি,হত্যা মামলাসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এবং কিছুদিন আগে এক ব্যাক্তির ভ্যানগাড়িও নগদ টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চাকমা বাবুর বিরুদ্ধে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ঐ ভবনের ফোর ম্যান কফিলউদ্দিন মুঠোফোনে জানান, আমার কাছে চাকমা বাবু ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। আমি যদি চাঁদা না দেই তাহলে আমার লেবারদের মারধরের হুমকি দেয় চাকমা বাবু। তাই ওখানের দায়িত্ব থেকে আমি চলে এসেছি।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানান, ভবনের মালিকরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply