সামছুদ্দিন জুয়েল :
গাজীপুরের কালীগঞ্জ নাগরী উলুখোলা নগর ভেলা মাদ্রাসা ও এতিমখানা শিক্ষক মাওলানা ইয়াসিন এর বিরুদ্ধে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এর ভিডিও স্বীকারোক্তি রয়েছে।
এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী শাস্তির দাবি জানান এবং বলেন মাদ্রাসা সভাপতির দুই ছেলে মোশাররফ ও মোবারক এলাকাবাসীর অভিযোগের পরেও ইয়াসিন মাওলানাকে ইন্দোন দিয়ে রাখছেন তারা।
এ ব্যাপারে মাওলানা ইয়াসিন এর সাথে সাক্ষাৎ করা হলে তিনি বলেন, আমার বাড়ি ফেনীর সোনাগাজীতে দীর্ঘদিন যাবত এই মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি ছাত্রদের সাথে আবাসিকে থাকি মোহতামিম না থাকায় আমি তার দায়িত্ব পালন করি। তাই একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে তিনি আরো বলেন কমিটির পক্ষপাতিত্ব সমস্যায় আমি চক্রান্তের শিকার, কমিটির দুটি পক্ষ। এগুলো মিথ্যা এবং বানোয়াট এবং প্রধান শিক্ষক নিয়েও কমিটিতে ঝামেলা আছে।
এ বিষয়ে এই মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জহুরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, আমি ব্যাপারটা জানি এ বিষয় নিয়ে মিটিংও কথা হয়েছে আমি এই ভিডিওটি দেখেছি তাতে দোষী সাব্যস্ত হন মাওলানা ইয়াসিন। তবে জানিনা শয়তান কোন সময় কাকে ধোকা দেয় সেটা তো বলা যায় না, তবে মাওলানা ইয়াসিন আমার জানা মতে ভাল লোক।
শিশু শিক্ষার্থীদের অভিযোগ ইয়াসিন হুজুরের রুমে নিয়ে আমাদেরকে দিয়ে হাত পাও স্পর্শকাতর স্থান মেসেজ ও টিপে দিতে বলে দুইশত টাকা ও একটি আপেল দিয়ে কাউকে না জানানোর কথা বলে এবং শিশু বাচ্চাদের চুমু দেয় এবং কোলে বাসায় এবং রানে পিছনে জোরে জোরে চাপ দেয় না প্রকাশ না করার শর্তে শিক্ষার্থী দুজন জানান।
এ বিষয়ে নগর ভোলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি হাফিজ সাহেবের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি। এলাকাবাসী ও গার্ডিয়ানদের অভিযোগ এইভাবে চলতে থাকলে আমাদের ছেলেরা নিরাপদ নয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না হলে আমাদের বাচ্চাদের এখানে পড়ানো সম্ভব হবে না। আর সুনামধন্যই মাদ্রাসাটির কি পরিনতি হবে এলাকাবাসীর দাবি তদন্তের ভিত্তিতে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক বলে সাংবাদিকদের জানান তারা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply