ওয়াসিম চৌধুরী, গাজীপুরঃ
হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সাড়ে ৫ বছরের সন্তান শারমীন সুলনাতাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিল তারা। এরপর তারা শিশু শারমীনকে নিজেদের ঘরে নিয়ে যায়। এ সময় ভয় পেয়ে সে কান্না শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ টয়লেটে লুকিয়ে রাখে। এই ঘটনা শনিবারে [৯ মে ২০২০] ঘটেছে।
ওই ঘটনার দিনই দুইজনকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা পুলিশ। তারা হলেন: ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আকন্দপাড়া পূর্ব শ্রীপুরের মোকলেছুর রহমানের সন্তান মাহবুব মিয়া (২৭) ও নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বালুচর গ্রামের মাসুদ মিয়ার সন্তান রাব্বী মিয়া (২১)।
রোববার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয় মাহবুব ও রাব্বী। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার এসআই সাদেক হোসেন।
স্মরণীয়, শনিবার (৯ মে ২০২০) এগারটায়শারমিন বাসার পাশে খেলতে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর একটি মোবাইল নম্বর থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। পরে দুপুরে আব্দুল আলীর বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের রুম থেকে উদ্ধার করা হয় শারমিনের লাশ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply