এম এ আজিজঃ
গাজীপুর ভোগড়া বাইপাস এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ ২ জনকে আটক করে র্যাব,-১ পোড়াবাড়ী ক্যাম্প । গতরাতে তাদেরকে আটক করা হয়,আজ সকালে পোড়াবাড়ি ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে র্যাব-১ কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আব্দুল আল মামুন সাংবাদিক দের কে জানান, একটি গোপন সূত্রে জানা যায় দুজন মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস করে গাঁজা গাজীপুর হয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল।
পরে অভিযান পরিচালনা করে তাদেরকে গাজীপুর মহানগর ভোগড়া বাইপাস হতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর মাইক্রোবাসটির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা নগদ ৯,৮২০ টাকা এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন , শামীম মিয়া ও সজিব মিয়া, এসময় র্যব -১ আরো জানান, এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী সাথে জড়িত।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply