Amar Praner Bangladesh

গাজীপুর কালেক্টরেট হাইস্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

ওয়াসিম আকরাম :

 

গাজীপুর সার্কিট হাউস সংলগ্ন রোডে জেলা প্রশাসন, গাজীপুরের উদ্যোগে প্রতিষ্ঠিত গাজীপুর কালেক্টরেট হাইস্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এ সময়ে তাঁরা গাজীপুর সার্কিট হাউসের ৩য় তলার উর্ধ্বমুখী সম্প্রসারন কাজেরও শুভ উদ্বোধন করেন।

গাজীপুর কালেক্টরেট হাইস্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গাজীপুর জেলার শিক্ষাব্যবস্হার মানোন্নয়নে গাজীপুর কালেক্টরেট হাইস্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা প্রশাসনের এ মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলার দপ্তর সংস্থার প্রধানগন উপস্থিত ছিলেন।