মাহবুব আলম :
গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোঃ ঈমাম হোসেন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে প্রশংসনীয় ভুমিকা রাখায় খন্দকার মোঃ ঈমাম হোসেনকে গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তিনি শ্রীপুর মডেল থানায় যোগদান করার পর সম্পূর্ণ থানা এলাকাকে অপরাধ মুক্ত করার জন্য একটি সুন্দর পরিকল্পনা করে কিছু চৌকস পুলিশ অফিসারদেরকে নিয়ে কাউন্সিলিং করে সকল সমস্যাকে আইনের আওতায় এনে সাধারণ মানুষের জীবন যাত্রাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনতে সক্ষম হয়েছে।
তাছাড়া থানায় আসা প্রত্যেকটি মানুষকে ন্যায় বিচার ও কাঙ্খিত সেবা দেওয়ার লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন দিন-রাত। শ্রীপুর এলাকাবাসীর বক্তব্য আমরা শ্রীপুর মডেল থানায় এরকম একজন সৎ ও সাহসী অফিসার ইনচার্জকে পেয়ে খুব নিরাপত্তার সাথে বসবাস করে আসছি।