মো:আসাদুজ্জামান:
আজ বৃহসপতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত সাধারণ সভায় ২০১৯-২০২০ মেয়াদের এই কমিটি গোপন ভোটে নির্বাচিত হয়।
আজ সকাল ১১টায় সাধারণ সভা শুরু হয়। দুপুরে খাবারের আগে শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল ৪টায়। শেষ হয় সন্ধ্যা ৭টায়।
দ্বিতীয় পর্বে সকল সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হয় ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি।
কমিটির কর্মকর্তরা হলেন, সভাপতি আমজাদ হোসেন মুকুল(দৈনিক একাত্তর বাংলাদেশ/একুশে সংবাদ), সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান(দৈনিক ইনকিলাব), সহ-সভাপতি বিএম শফিকুল ইসলাম টিটু( এশিয়ান টিভি), সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার( দৈনিক দিন প্রতিদিন), সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী(দৈনিক খবরপত্র), সহ-সাধারণ সম্পাদক-১ জাহিদুর রহমান বকুল(দৈনিক নতুন ভোর/ সচিত্র ঘটনা), সহ-সাধারণ সম্পাদক-২, আকরাম হোসেন( মেজিক টিভি), সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম কাঞ্চন(দৈনিক নবরাজ), সহ-সাংগঠনিক সম্পাদক-১ মোঃ মুছাখান রানা( দৈনিক গণকন্ঠ),সহ-সাংগঠনিক সম্পাদক-২ আক্তার হোসেন(জয়যাত্রা টেলিভিশন), অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া( জিনিউজ), দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহমান(দৈনিক খোলা কাগজ),সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন মানিক( দৈনিক সংবাদ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফ মন্ডল(দৈনিক তৃতীয়মাত্রা), সহ-প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম( দৈনিক বাংলাভূমি), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান( গাজীপুর.নিউজ), আইন বিষয়ক সম্পাদক আলমগীর কবির(দৈনিক মুক্তমত), ধর্ম বিষয়ক সম্পাদক কফিল মাহমুদ( দৈনিক গণমানুষের আওয়াজ), গবেষনা সম্পাদক আহাম্মদ আলী( ৭১ টিভি সমকাল), পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন( সিএনএন বাংলা টেলিভিশন), মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা নূর( গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম)
নির্বাহী সদস্য হলেন, মোঃ শহজাহান মন্ডল( দৈনিক অগ্নিশিখা), শাহান সাহাবুদ্দিন( ঢাকা টাইমস), মো: দেলোয়ার হোসেন( এস টিভি/দৈনিক আমার সংবাদ), আঃ হামিদ( দৈনিক একুশেবানী), এ বি সিদ্দিক( দৈনিক ঢাকার ডাক), মোঃ শাহিনুল ইসলাম( দৈনিক তথ্যধারা), মোঃ মোস্তফা কামাল( সিএনএনবাংলাডটকম), সাইদুল ইসলাম রনি(দৈনিক আজকালের খবর/চ্যানেল ২৬), মোঃ মাহবুবুর রহমান খান( সচিত্র ঘটনা)।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply