অলিদুর রহমান অলি :
গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে এক অসহায় পরিবারকে বিনামূল্যে বসতঘর প্রদান করা হয়েছে।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামররুল আহসান সরকার রাসেল মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের যোগীতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের স্ত্রী রেহেনা খাতুনের হাতে ওই ঘরের চাবি হস্তান্তর করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের যোগীতলা পশ্চিমপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই ঘর বিতরণ করা হয়েছে।
ঘর প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, গাজীপুর মহানগর যুবলীগ নেতা রাহাত খান, হালিম মন্ডল, সাখাওয়াত হোসেন, পাপেল সরকার, কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply