ওয়াসিম আকরাম :
গাজীপুর শ্রীপুরের মাওনা চকপাড়ায় এক যুগ পূর্বে যাত্রাশুরু করে এনাম ট্রেডার্স।আজ এক যুগ পর সেই এনাম ট্রেডার্স এখন এনাম গ্রুপ অব কোম্পানি।এনাম হ্যাচারী এ্যান্ড ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এনামুল হক মোল্লা (এনাম)এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড,শেখ আজিজুর রহমান,পরিচালক (প্রাণী সম্পদ ও প্রশাসন)প্রাণীসম্পদ অধিদপ্তর ঢাকা।
বিশেষ অতিথি ড.নকীব উল্লা সিদ্দিকী, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এল, আর, আই, ঢাকা।
ডাঃএস এম উকিল উদ্দীন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃরোকনুজ্জামান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সহ জেলা উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।কেক কেটে ২য় প্লান্টের উদ্ভোধন করা ও অসহায় হত দরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এনাম গ্রুপ অব কোম্পানীর এমডি আলহাজ্ব এনামুল হক মোল্লা এনাম বলেন সততা এবং আত্ববিশ্বাস থাকলে অবশ্যই সাফল্য নিশ্চিত। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব এনামুল হক মোল্লা এনামের বড় ছেলে ওয়াজেদ আহম্মেদ অনিক এবং ওয়াহেদ আহম্মেদ অপু।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply