গাজী মামুন :
গাজীপুর সিটি কর্পোরেশন এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের আনুতোষিক এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অঞ্চল-১ (টঙ্গী) কার্যালয়ের সভা কক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আসাদুর রহমান কিরণ মেয়র (ভারপ্রাপ্ত), গাজীপুর সিটি কর্পোরেশন। সভাপতিত্ব করেন, জনাব এ এস এম সফিউল আজম প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব), গাজীপুর সিটি কর্পোরেশন, সার্বিক ব্যবস্থাপনায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-১ (টঙ্গী), গাজীপুর সিটি কর্পোরেশন।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্ন নগরী গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।
এ সময় তিনি অবসরে যাওয়া কর্মকর্তা/কর্মচারীদের চেক বিতরণ করেন ১১ জনকে ৬২ লক্ষ ৩২ হাজার টাকার চেক প্রদান করা হয়, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লা, এ্যাডভোকেট আয়েশা আক্তার, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা সহ আরো অনেকে।
Leave a Reply