গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা)।
বুধবার সকালে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা) বলেন, গোপালগঞ্জ পুলিশ এখন থেকে জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করবে। আমার নীতি হবে যেকোন ঘটনায় পুলিশ খুব কম সময়ে ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিয়ের মতো অপরাধ প্রতিরোধে নিরলশভাবে কাজ করবে পুলিশ টিম।
তিনি আরও বলেন, জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে। যে কোন অন্যায় রুখতে আমরা পিছপা হবো না।
সাংবাদিক ও পুলিশবাহিনী কে সাথে নিয়ে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখতে সকলের সহযোগীতা চান তিনি।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাসুদ প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply