এম শিমুল খান, গোপালগঞ্জ :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এ সোমবার দুপুর ১২টায় একাডেমিক ভবনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. বি কে বালা, আইন অনুষদের ডিন আবদুল কুদ্দুস মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুন্নেসা আলী, এলভিএম বিভাগের প্রফেসর ড. গোলাম শাহি আলম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তফা কামাল পাশা, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট ঈশিতা রায়, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মোঃ রবিউল্লাহ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম হিরা, হিসাব কর্মকর্তা চৌধুরী মনিরুল ইসলাম, কর্মচারী ফারুক হোসেন, শিক্ষার্থী কাজী নাজিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহবান জানান এবং স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
সভার সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপটসহ বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন। তিনি একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকলকে দেশ গড়ার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply