শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

গোপালগঞ্জ নিজরা বাজার থেকে বৈলতলী রাস্তার বেহাল অবস্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ১৩০ Time View

রবিউল আলম রাজ্জু:

 

জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম স্থান টুংঙ্গীপাড়া সহ বৃহত্তর গোপালগঞ্জের রাস্তা ঘাটে উন্নয়নের ছোয়া পড়লেও। গোপালগঞ্জে নিজরা বাজার থেকে উত্তর পাড়া ফরিদমুন্সীর পুকুড় পাড় হয়ে বিদ্যাধর হয়ে দতকুড়া পর্যন্ত আবার নিজরা বাজার হয়ে বটবাড়ী পর্যন্ত রাস্তা ঘাটের মারাতক বেহাল অবস্থা অন্য দিকে খোদ আওয়ামীলীগ সমথির্ত চেয়ারম্যান সর্দার আজীজের বাড়ীর সামনের রাস্তা কিছুটা উন্নত হলেও তার নির্বাচনী এলাকার সাবেক ৩নং ওয়াডের মধ্যপাড়া উত্তরপাড়া – বটবাড়ী ও নারকেল বাড়ীর কোন উন্নয়ন হয়নি গত পনের বৎসর অবদি।

 

অত্র এলাকায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ বসবাস করে তাদের চলাফেরা বাজার গঞ্জে এবং ছেলে-মেয়েদের স্কুলে কলেজে যাওয়া আসা ভীষন কস্টকর বিষয় কেউ নিজ চোখে না দেখলে বুঝবে না বর্তমান আওয়ামীলীগের চলামান উন্নয়ন প্রক্রিয়ায় খোদ গোপালগঞ্জের এই এলাকাটির উপড় অবহেলা আর অবজ্ঞার স্পট ছাপ বুঝিয়ে দেয় রাস্তার বড় বড় খোদল আর উচু নিচু টিলা, বর্ষার মৌসুমে কস্ট আরো দ্বিগুন বেড়ে যায়। চলাফেরার একদম অনপুযোগী এই রাস্তায় কোন রোগী বা ডেলিভারীর রোগী আসা যাওয়ার মধ্যে বেচে ফিরে আসা অলৌকিক বিষয় হয়ে দাড়িয়েছে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি এবং নিজরা গ্রামে ৩নং ওয়ার্ডের মধ্যে পাড়ায় বসবাসরত সাংবাদিক রবিউল আলম রাজুর কাছে রাস্তার এই বেহাল অবস্থার কথা জানতে চাইলে সে বিষয়টি নিয়ে খুব আক্ষেপ প্রকাশ করে বলেন প্রায় এক যুগ পার হয়ে যাচ্ছে আমাদের এলাকার রাস্তাঘাট কোন উন্নয়নের ছোয়া পড়েনি বিষয়টি রহস্যজনক মনে হয় যেখানে আমাদের এম পি শেখ ফজলুল করিম সেলিম আমি যতটুকু জানি তার কাছে কোন সমস্যা জানালে সে সাথে সাথে ব্যবস্থা নেন।

 

কিন্তু কোন রহস্যের কারণে স্থানীয় সরকারদলীয় প্রতিনিধিরা এই মানুষের দুর্ভোগ সৃষ্টিকারী রাস্তার কথা উধ্বর্তন কতৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারেন না কোন বাজেট দিতে পারেন না , এলাকার জনগনের বিষয়টি বোধগম্য নয়, আমার এলাকার চেয়ারম্যান ও বিষয়টি নিয়ে খুব বেশি করলে বলে আমি জানি, এভাবে হাজারো অভিযোগে এলাকার মানুষের কথা শুনতে গেলে ভীর জামে যায় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়