Amar Praner Bangladesh

“গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন সৈয়দ মুর্তাযা আহসান”

 

 

এস এম ফোরকান মাহমুদঃ

 

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অবদানের জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ লাভ করেছেন বামনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ( বিআরডিবি)-এর চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান।

তিনি বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ছিলেন।

কিন্ডার গার্টেন স্কুল, একাধিক প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ফাজিল মাদরাসা ও ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন মুর্তাযা আহসান। বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ অধ্যক্ষ)-২০১৭, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ভাষা শহীদ আব্দুল মতিন স্মৃতি সম্মাননা-২০১৯, শিক্ষায় অবদানের জন্য স্বাধীনতা সংসদ এডুকেশন এ্যাওয়ার্ড-২০২০, শিক্ষা ও সমাজ সেবায় অবদানের জন্য শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২১ সহ বেশ কয়েকটি সম্মাননা স্মারক লাভ করেছেন।

তিনি বামনা উপজেলার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।